দেশ

বিহারে চূড়ান্ত ফল পেতে গভীর রাত, জানাল নির্বাচন কমিশন

বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে৷ নির্বাচন কমিশনের তরফেই এ কথা জানানো হয়েছে৷ কারণ করোনার জন্য সুরক্ষা বিধি মানতে গিয়ে ভোট গণনা প্রক্রিয়ায় বেশি সময় লাগছে৷ তার উপর করোনার কারণে বিহারে অনেকটা বেড়েছে বুথের সংখ্যা৷ ফলে পাল্লা দিয়ে বেড়েছে ইভিএম-এর সংখ্যাও৷ভোট গণনা কেন্দ্রগুলিতে ভিড় কমাতে গণনা কেন্দ্রের সংখ্যাও ৩৮ থেকে বেড়ে ৫৫ হয়েছে৷ বেড়েছে গণনা টেবলের সংখ্যাও৷ তার উপর প্রত্যেকটি ইভিএম খোলার আগে সেগুলি স্যানিটাইজ করতে হচ্ছে৷ সবমিলিয়ে ভোট গণনায় সময় লাগছে বেশি৷ তার উপরে সকাল থেকেই বিহারে এনডিএ এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে৷ বহু আসনে সবথেকে বেশি ভোট পাওয়া প্রার্থী ৫০০ থেকে ১০০০ ভোটে এগিয়ে রয়েছেন৷ বিহারে ৪ কোটি ১০ লক্ষ ভোট পড়েছে৷ সেখানে বেলা একটা পর্যন্ত মাত্র ৯৫ লক্ষ ভোট গণনা হয়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ভোট গণনা চললে ফল যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে৷