দেশ ভাইরাল

ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগে ৫ জনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ভুয়ো তথ্য দিয়ে ভোটার তালিকায় কারচুপি । ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) ও ডেটা এন্ট্রি অপারেটর (DEO)-সহ মোট পাঁচজনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন । জেরায় পাঁচজনই কারচুপির বিষয়টি স্বীকার করেছেন । এই পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং বিভাগীয় তদন্ত হবে বলেই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে । রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন । বিভিন্ন জেলায় অনলাইনে একের পর এক ভুয়ো বা অস্তিত্বহীন লোকজনের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে । শুধু তাই নয়, তাদের বিষয়ে দেওয়া হয়েছে ভুয়ো তথ্যও । যে জেলাগুলিতে এই গরমিল দেখা গিয়েছে সেইসব জেলার ইআরও-দের তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । সেখানে প্রশ্নের মুখে তাঁরা স্বীকার করে নেন যে ডেটা এন্ট্রি অপারেটর এজেন্সির স্তরে এই কারচুপি হয়েছে । আর তারপরেই বিষয়টিতে কড়া নজরদারি চালায় কমিশন । সূত্রের খবর, কারচুপির বিষয়টি স্বীকার করে তাঁরা জানান যে অস্তিত্বহীন ভোটারদের নাম রেজিস্টার্ড হয়েছে এবং সেইসব ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য বুথ লেভেল অফিসারদের কাজে লাগানো হয়নি । অর্থাৎ, সরাসরি মূল সার্ভারে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে । যেখানে অস্পষ্ট ও অবৈধ নথি দেখানো হয়েছে । স্বাভাবিকভাবেই এই ধরনের অবৈধ কাজে সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি অপারেটর ও সংশ্লিষ্ট এজেন্সি অন্যতম অভিযুক্ত বলে মনে করছে কমিশন । জেলার ইআরওদের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তলব করার পাশাপাশি সেই জেলার জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে গত পাঁচ বছরে কোন কোন এজেন্সি কাজ করেছে তার তালিকা চাওয়া হয়েছে । যে সমস্ত জেলার ইআরও-রা অভিযুক্ত সেই জেলাগুলির সংশ্লিষ্ট ডিইও-দের থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।