জেলা

হাওড়ায় বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন

ভোটের দিন অশান্তি এড়াতে এবার বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। হাওড়া পুলিশ কমিশনারেটকে সহায়তার জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের সুপার অজিত সিং যাদবকে নিয়োগ করেছে কমিশন। এদিনই তিনি চলে এসেছেন হাওড়া শহরে। আজ রাতের মধ্যেই তিনি দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। আগামিকাল সকালে হাওড়া শহরের ৪টি বিধানসভা কেন্দ্র সহ জেলার মোট ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেই পর্বে বালি, উত্তর হাওড়া, দক্ষিন হাওড়া, ডোমজুড় ও পাঁচলাতে অশান্তির আশংকা রয়েছে। সেই সব সম্ভাবনার কথা মাথায় রেখেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হয়েছে। আগামিকাল চতুর্থ দফায় রাজ্যের ৫টি জেলার মোট ৪৪ আসন ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে হাওড়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রও। ইতিমধ্যেই হাওড়া শহরের সব বুথকেই স্পর্শকাতর হিসাবে ঘোষণা করেছে কমিশন। কার্যত সব বুথেই রাখা হচ্ছে ওয়েব ক্যামেরা যা দিয়ে প্রতি মুহুর্তে বুথের ভিতরের দৃশ্যে নজরদারি চালাতে পারবেন কমিশনের আধিকারিকেরা।