কলকাতা

‘রাজ্যপাল জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি, এমন কোনও তথ্য পাননি’, প্রতিক্রিয়া রাজীব সিনহার

রাজ্যপাল জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি, এমন কোনও তথ্য তিনি পাননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার। নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টইৃ ফেরালেন রাজ্যপাল। রাজীব সিন্হার আর পদে থাকা নিয়েই জল্পনা। জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান! বেলাগাম সন্ত্রাস, ডেকেও না আসায় রাজীবের ভূমিকায় খুব্ধ রাজ্যপাল। ফেরত পাঠালেন জয়েনিং রিপোর্ট। পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়েই বাড়ল জল্পনা। ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কারিকুরি! চলবে না চালাকি, নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছাড়ন। রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির।