দেশ

প্রাথমিক গণনায় ত্রিপুরায় এগিয়ে বিজেপি, মেঘালয়ে এগিয়ে এনপিপি

সকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড তিনটি রাজ্যে বিধানসভায় ৬০টি করে আসন রয়েছে। তবে মেঘালয়ে ৫৯টি আসনে নির্বাচন হয়েছে। দুপুর ২টো পর্যন্ত প্রাথমিক গণনা অনুযায়ী নাগাল্যান্ডে এনডিপিপি এগিয়ে রয়েছে ১৯টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ২০টি আসনে, এনপিএফ এগিয়ে রয়েছে ১টি আসনে, অন্যান্যরা ২০টি আসনে এগিয়ে রয়েছেন। দুপুর ২টো পর্যন্ত প্রাথমিক গণনা অনুযায়ী মেঘালয়ে এনপিপি এগিয়ে রয়েছে ২৬টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৫টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ৩টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টি আসনে এবং অন্যান্যরা ২১টি আসনে এগিয়ে রয়েছে।  অন্যদিকে দুপুর ২টো পর্যন্ত প্রাথমিক গণনা অনুযায়ী ত্রিপুরায় বিজেপি ও আইপিএফ জোট এগিয়ে রয়েছে ৩৪টি আসনে। বাম কংগ্রেস জোট এগিয়ে ১৪টি আসনে এবং তিপ্রামথা এগিয়ে ১২টি আসনে।