করোনা রোগীদের জন্য ‘ডক্টর অন হুইলস’ পরিষেবার ঘোষণা সাংসদের
আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পৌরসভার নির্বাচন হওয়ার কথা ৷ কিন্তু বর্তমান উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে এই ভোট করানো কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ৷ এবার করোনা পরিস্থিতিতে ভোট পিছনোর পক্ষে সওয়াল করলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শনিবার তিনি বলেন, ” আমার ব্যক্তিগত মত হল, এই আপৎকালে আগামী ২ মাস সমস্ত কিছু বন্ধ রাখা উচিত ৷ নির্বাচনও বন্ধ রাখা উচিত ৷ আগে দরকার মানুষের প্রাণ বাঁচানো ৷ নির্বাচন করতে গিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া ঠিক নয় ।” এদিন নিজের সংসদীয় এলাকার কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে একটি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভোট স্থগিত রাখার পক্ষে সওয়াল করেন তিনি ৷ পাশাপাশি আরও বলেন, “আগামী ২ মাস, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ডহারবারে কোনও রাজনৈতিক জমায়েত করা যাবে না ৷ বড় ধর্মীয় সমাবেশও বন্ধ থাকবে ৷” এদিনের বৈঠক শেষে অভিষেক আরও জানিয়েছেন, ডায়মন্ডহারবারের যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে আর কেউ বাড়িতে আইসোলেশনে থাকতে
পারবেন না, তাঁদের আইসোলেশন সেন্টারে যেতে হবে ৷ ডায়মন্ডহারবারের বাজারগুলিতেও ক্রেতা-বিক্রেতা সকলকে ২টি করে মাস্ক পরতে হবে বলে অভিষেক জানান ৷ ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কোভিড কন্ট্রোল রুম খোলা হবে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে থাকবে একটি করে কোভিড কন্ট্রোল রুম, বলেও জানিয়েছেন অভিষেক । অন্যদিকে করোনা আবহে আরও এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ‘ডক্টর অন হুইলস’, পরিষেবায় এবার বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরে করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করেন অভিষেক। সেখানেই তিনি করোনা আক্রান্তদের জন্য এই বিশেষ পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা নিয়েছেন বলেও সংবাদমাধ্যমে জানান। উন্নয়ন কিংবা পরিষেবার নিরিখে ডায়মণ্ড হারবার লোকসভা তথা দক্ষিণ ২৪ পরগনা জেলাকে বিশেষ গুরুত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলার ডায়মণ্ড হারবার লোকসভাকে মডেল হিসেবে গড়াই লক্ষ্য তাঁর। সেই পথে করোনার তৃতীয় ধাক্কায় ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।