জেলা

বিদ্যুৎ বিভ্রাটের জেরে উত্তপ্ত মালদার এনায়েতপুর, রিপোর্ট চেয়ে পাঠালো নবান্ন

বিদ্যুৎ বিভ্রাটের জেরে একটি সাধারণ প্রতিবাদ বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নিল। উত্তেজনা মালদার মানিকচকের এনায়েতপুর। দফায় দফায় পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষ। রাজ্য সড়ক অবরোধ তুলতে গেলেই প্রতিবাদীদের সমস্ত রাগ গিয়ে পড়ে পুলিশের ওপর।পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে মালদার আইসি পার্থসারথী হালদারের মাথা ফেটেছে, আহত আরও তিনজন পুলিশ আধিকারিক।পাশাপাশি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের গুলিতে দুজন স্থানীয় মানুষ আহত হয়েছে বলে খবর। তাদের পায়ে গুলি লেগেছে। আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।  ঘটনাস্থলের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছেন মালদার পুলিশ সুপার। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মালদায় পুলিশের গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নবান্ন। কেন কোন পরিস্থিতিতে গুলি চালাতে হল, তা ডানতে চাইল নবান্ন। গুলি চালানোর ঘটনায় নবান্নের তরফে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে মালদা পুলিস সুপারের কাছে।