ইন্ডিয়া জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল রওনা দিল মণিপুরে ৷ আগেই জানা গিয়েছিল, অশান্ত মণিপুরের অবস্থা খতিয়ে দেখতে যাবেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদেরা ৷ সেই অনুযায়ী শনিবার সকালে নয়াদিল্লি থেকে দু দিনের জন্য ইম্ফলের উদ্দেশ্যে যাত্রা করেছেন সাংসদরা ৷ উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটির পরিস্থিতি দেখে সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সংসদেও জমা দেবেন তাঁরা ৷ উল্লেখ্য, মণিপুরের এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, জেডি(ইউ) সাংসদ মনোজ ঝা ও অন্যরা ৷ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অধীর চৌধুরী প্রতিনিধি দলের হয়ে রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি এই সমস্যার সমাধানও পেশ করবেন তিনি ৷ এই ইস্যুতে বারবার মুলতুবি হচ্ছে লোকসভা ও রাজ্যসভা ৷ এর আগে লোকসভায় কংগ্রেসের উপ-নেতা গৌরব গগৈ দাবি তুলেছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি মণিপুরের তদন্ত করুক ৷ ৩ মে থেকে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর ৷ এখনও হিংসার ঘটনার খবর মিলছে সেখান থেকে ৷ হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ প্রাণ হারিয়েছেন প্রায় ১৬০ জন ৷ কয়েকটি সূত্রের অবশ্য দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি।”