প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর: আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কদমাশোল গ্রামে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। কিন্তু কিভাবে এই হাতিটির মৃত্যু হয়েছে সেই বিষয়েই প্রশ্ন উঠেছে এলাকার বাসিন্দাদের মনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠে ভুট্টা জমির কাছে মৃত অবস্থায় পড়েছিল হাতিটি। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পিড়াকাটা রেঞ্জ বনদফতরের কর্মীরা। বনদফতরের প্রাথমিক অনুমান,অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ঐ হাতিটির। ময়না তদন্তের পরেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বনকর্মীরা।