এবার টাকা দিলেই মিলবে ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্ট বা ব্লু টিক। প্রতি মাসে গুনতে হবে ৮ ডলার। ভারতীয় মুদ্রায় যার অর্থ প্রায় ৬৬৪ টাকা। ১ নভেম্বর টুইট করে জানালেন টুইটার কর্তা এলন মাস্ক। দায়িত্ব নিয়েই জানিয়েছিল, ইঞ্জিনিয়ারদের জন্য সময় বেঁধে দিয়েছেন এলন মাস্ক। আর সেই ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে ইঞ্জিনিয়ারদের। সূত্রের খবর, টানা ৭ দিন ১২ ঘণ্টা কাজ করতে হবে তাঁদের। এর বিনিময়ে কোনও ছুটি বা অতিরিক্ত বেতন পাবেন না। তারপরেও স্রেফ চাকরি হারানোর আশঙ্কায় অমানুষিক পরিশ্রম করছেন তাঁরা। এরপরই তাঁর ঘোষণা করেন ব্লু টিক বা ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট টাকা দিলেই মিলবে। টাকার বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট নিলে মিলবে অনেক সুবিধাও। একদিকে বেশি দৈর্ঘ্যের অডিও ও ভিডিও। সাধারণত টুইটারে যা বিজ্ঞাপন দেখা যায়, তার চেয়ে অনেক কম বিজ্ঞাপন দেখতে পাবেন ব্লু টিক অধিকারীরা। এ প্রসঙ্গে এলন মাস্ক টুইটারে লেখেন, বর্তমানে টুইটারের ব্লু টিক পাওয়ার জন্য যে প্রক্রিয়া রয়েছে তা মোটেও ভাল নয়। টুইটারের নতুন মালিক এলন মাস্কের এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই। চলছে বিরক্তি, উষ্মা, ক্ষোভ প্রকাশ। তীব্র আপত্তি জানিয়ে পোস্ট করেছিলেন বেস্টসেলিং লেখক স্টিফেন কিং। তাতে অবশ্য মাস্কের কিছু যায় আসে না। তিনি বলছেন, ব্লু টিকের স্ট্যাটাস ধরে ৮ ডলার দিতেই হবে।
বুধবার সকালে টুইটারের নতুন মালিক একটি টুইট করে লেখেন, সমস্ত অভিযোগকারীদের বলছি, যত খুশি অভিযোগ করুন। ৮ ডলার দিতেই হবে।