দেশ

গাজিয়াবাদ স্টেশনে দিল্লিগামী ট্রেনে অগ্নিকাণ্ড

গাজিয়াবাদ রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ইএমইউ ট্রেনের বগিতে আগুন লেগে যায়। আকস্মিক আগুনে আতঙ্কিত যাত্রীরা কোচ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। গাড়িতে আগুন লাগলে স্টেশনে আতঙ্কিত যাত্রীরা পালাতে শুরু করে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং সৌভাগ্যক্রমে আগুন ছড়িয়ে পড়েনি এবং কোনও যাত্রী তার কবলে পড়েনি। কোচের উপরের অংশে আগুন ধরে যায় এবং সেই কোচ প্রচণ্ড জ্বলতে শুরু করে। প্রাপ্ত তথ্য অনুসারে, গাজিয়াবাদ থেকে নয়াদিল্লি যাওয়ার ইএমইউ ট্রেনে একটি রঙের ক্যান পড়ে যাওয়ার কারণে আগুন লেগে যায়। এফওবিতে ছবি আঁকার সময় রঙের বাক্সটি কোচের ওপর পড়ে যায়। যার জেরে ট্রেনের ছাদের একাংশে আগুন ধরে যায়। আগুন দেখে লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেলওয়ে বিভাগের কর্মচারী ও কর্মকর্তারা আগুনের খবর পেয়ে দ্রুত আগুন নেভায়। আগুন নেভানোর পর ট্রেনটিকে দিল্লিতে পাঠানো হয়।