কলকাতা

IT Raid : ৩০ ঘণ্টা পার, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

৩০ ঘণ্টা পার মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখন ও আয়কর দফতরের তল্লাশি অভিযান অব্যাহত। গতকাল থেকেই ৬ জায়গায় আয়কর হানা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়েল স্টেড ব্যবসায়ী বাড়িতেও হানা দিয়েছে আয়কর দফতর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি এমনটাই সূত্রের খবর। জানা যায়, গতকাল দুপুরে এক চাবিওলাকে ডেকে একটি ড্রয়ার খোলা হয়েছিল। তেমনটাই দাবি করেছেন চাবিওয়ালা। সূত্র মারফত খবর স্বরূপ বিশ্বাস-সহ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসা বাদ করা হচ্ছে দুটি কোম্পানির আয়-ব্যয় বিষয়ে। যে দুটি কোম্পানির কথা বলা হয়েছে তার মধ্যে ১) ইডেন রিয়েল এস্টেট কোম্পানি ২) মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি এই দুই কোম্পানির বিষয়ে। আয়কর দফতর সূত্রে খবর গত কয়েক মাস ধরে তারা একটি তদন্ত করছিলেন এই দুটি রিয়েল এস্টেট কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হয় আয়কর দফতরের তরফে। আয়কর দফতর মনে করছে কর ফাঁকি দেওয়া হয়েছে এই দুই কোম্পানির মাধ্যমে এমনটাই সূত্রের খবর। আরও জানা যাচ্ছে এখনও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়েননি আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার একেবারে কাকভোরে স্বরূপের বাড়িতে কড়া নাড়ে কেন্দ্রীয় এজেন্সি। এখনও পর্যন্ত তাঁর বাড়িতেই রয়েছেন আধিকারিকের দল।