জেলা

উলুবেড়িয়ার তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম ও ভিভিপ্যাট, সাসেপেন্ড সেক্টর অফিসার

আজ রাজ্যে তৃতীয় দফার ভোট । তবে ভোটের আগের দিন রাতে প্রকাশ্যে এলে চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল ইভিএম ও ভিভিপ্যাট। ঘটনাটি উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের। সেখানকার তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে মিলেছে ওই ইভিএম ও ভিভিপ্যাট। এই ঘটনায় ইতিমধ্যেই সেক্টর অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন। ঘটনা ঘিরে উলুবেড়িয়া উত্তরের তুলসিবেড়িয়া এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভ সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। প্রতিবাদে পুলিশ ও বিডিও-কে ঘিরে বিক্ষোভ হয়। অভিযোগ, গতরাতে তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়ি থেকে বেশ কয়েকটি ইভিএম মেলে। এরপরই গাতাইত পাড়ার বাড়ি ঘিরে ফেলেন স্থানীয়রা। সেক্টর অফিসার ও বাড়ি মালিককে আটকে রেখে পুলিসে খবর দেওয়া হয়। সেক্টর অফিসারের সাফাই, ভোটের কাজে দেরি হয়ে গেলে বন্ধ হয়ে যায় সেক্টর অফিস। অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার তাঁকে কোনও পরিচিতের বাড়িতে থাকতে বলেন। সেই সূত্রেই তিনি এই তৃণমূল নেতার বাড়িতে ওঠেন। যদিও ওই ব্যাক্তি যে তৃণমূল নেতা তা জানতেন না বলে দাবি করেছেন অভিযুক্ত সেক্টর অফিসার। জানা গেছে ওই সেক্টর অফিসারকে সাসপেন্ড করেছেন রিটার্নিং অফিসার। কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল। স্বাভাবিক ভাবেই সেক্টর অফিসারের মত অভিজ্ঞ ব্যক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।