ইলেক্ট্রনিক ভোটিং মেশিন৷ সংক্ষেপে ইভিএম৷ এই ইভিএম নিয়ে ভোটের আগে, ভোটের পড়ে প্রশ্ন-বিতর্কের অন্ত নেই৷ সম্প্রতি এমনই এক বিতর্ক উস্কে দিয়েছেন ‘X’ (সাবেক ট্যুইটার) প্রধান এলন মাস্ক৷ বিশ্বজুড়ে ভোটগ্রহণের ক্ষেত্রে কি ব্যবহার করা উচিত ইভিএম? এই প্রশ্নের উত্তরেই শুরু হয়েছে বিতর্ক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এলন মাস্ক জানিয়েছেন, ইভিএম-এ কারচুপি করা কঠিন, কিন্তু, অসম্ভব নয়! আর মাস্কের এই মন্তব্য ঘিরেই নতুন করে প্রাণ পেয়েছে ইভিএম-এ কারচুপির বিতর্ক৷ মাস্কের মন্তব্যের পরে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ইভিএম-এর সমর্থনে নেমেছেন ময়দানে৷ অন্যদিকে, মাস্কের সমর্থনে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব৷ গত শনিবার এলন মাস্ক ‘X’ হ্যান্ডেলে লিখেছিলেন, ‘আমাদের উচিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পরিত্যাগ করা৷ এটি মানুষ বা এআই দ্বারা হ্যাক করা যেতেই পারে৷ সম্ভাবনা কম, তবে অসম্ভব নয়৷’ মাস্কের পোস্টের উত্তরে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর লিখেছেন, ‘এটি একটি অত্যন্ত সাধারণ মন্তব্য৷ এর অর্থ হয় যে, মানুষ কোনওদিন নিরাপদ কোনও ডিজিটাল হার্ডওয়্যার তৈরি করতে পারবে না৷ এটা ভুল৷’ এরপরেই চন্দ্রশেখরের মন্তব্য, ‘এলন মাস্কের মতামত আমেরিকা এবং অন্য দেশে প্রযোজ্য হতে পারে, যেখানে ইন্টারনেট কানেক্টেটেড ভোটিং মেশিন ব্যবহার করা হয়’৷ চন্দ্রশেখরের মতে, যেখানে ভোটিং মেশিনগুলি ব্লু টুথ, ওয়াইফাই, ইন্টারনেটের সাহায্যে কানেক্টেড থাকে, সেখানেই ইভিএমে কারচুপি করা সম্ভব৷ নচেৎ নয়৷ চন্দ্রশেখর লেখেন, ‘ফ্যাক্টরিতে প্রোগ্র্যামড এবং কন্ট্রোলড ইভিএমে কারচুপি করা সম্ভব নয়৷ ভারত যেমন ভাবে ইভিএম তৈরি করেছে, সকলের উচিত, ঠিক সেইরকমই ইভিএম তৈরি করা৷ আমরা খুব খুশি হব এলনকে এ বিষয়ে টিউটোরিয়াল দিতে পারলে’৷ এলনও পিছিয়ে থাকেননি৷ বিজেপি নেতার উত্তরে নিজের মন্তব্যে অনড় থেকে তিনি ফের লেখেন, ‘যে কোনও জিনিসই হ্যাক করা যায়’৷