দমদমের ফ্ল্যাটে স্ত্রী ও কিশোরী মেয়েকে নৃশংসভাবে খুনের পর আত্মঘাতী হয়েছেন এক প্রাক্তন সেনাকর্মী। মধ্যমগ্রাম স্টেশনের কাছে উদ্ধার হয় ওই প্রাক্তন সেনাকর্মীর দেহ। মৃতের নাম গৌতম বন্দ্যোপাধ্য়ায়। বয়স ৪৮ বছর। এই ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মধ্যমগ্রাম স্টেশনে। ওদিকে দমদমে বাড়িতে উদ্ধার হয় স্ত্রী ও কন্যার মৃতদেহ। যা থেকেই প্রাথমিকভাবে পুলিসের অনুমান স্ত্রী ও কন্যাকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন এই প্রাক্তন সেনাকর্মী। এরপরই ঘটনা চাঞ্চল্যকর মোড় নেয়। প্রাক্তন সেনাকর্মী গৌতম বন্দ্যোপাধ্যায়ের (৪৮) দেহ উদ্ধারের পর মধ্যমগ্রাম জিআরপি তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর মধ্যমগ্রাম জিআরপিতে গিয়ে দেহ সনাক্ত করেন মৃত সেনাকর্মীর আত্মীয়। তারপরই পরিবারের সদস্যরা দমদম থানার সঙ্গে যোগাযোগ করে। দমদম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন আত্মঘাতী ওই প্রাক্তন সেনা কর্মী।