দেশ

৫ মাস পর জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

জমি কেলেঙ্কারিতে অর্থ পাচার মামলায় সিবিআইয়ের হাতে চলতি বছর ৩১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন। আর ২৮ জুন পেলেন জামিন। ভোটের মুখে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের ততকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশেষে জামিন পেলেন। ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের পর পাঁচ মাস পর জেল থেকে ছাড়া পাচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন। লোকসভা ভোটে জামিন না পেলেও আর ক মাস বাদে হতে চলা ঝাড়খণ্ড বিধানসভা ভোটের মুখে জামিন পেয়ে স্বস্তি ফিরে পেলেন ঝাড়খণ্ড রাজনীতির প্রধান মুখ শিবু সোরেনের ছেলে হেমন্ত। লোকসভা ভোটের সময় দলের প্রচারের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হলেও জেল থেকে হেমন্ত সোরেন-কে মুক্তি দিতে রাজি হয়নি আদালত। তবে এবার তাঁকে বড় স্বস্তি দিল আদালত। তাঁকে জেলে আটকে রাখার মত আর তেমন কারণই দেখাতে পরাল না সিবিআই।