এইমুহূর্তে অ্যাকশন ছবি বানানোয় মন দিয়েছেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। সূত্রের খবর, এই ছবির মুখ্য চরিত্রে ফারহান আখতারকে নির্বাচন করেছেন এই পরিচালক। প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবির গল্প লেখার দায়িত্বে রয়েছেন জাভেদ আখতার। প্রায় ১৫ বছর পর কোনো ছবির গল্প ও চিত্রনাট্য লেখার দায়িত্ব নিলেন এই বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ এর মাঝামাঝি সময়ে এই ছবির শ্যুটিং শুরু হবে। এই ছবিতে ফারহানকে একজন ফরেস্ট রেঞ্জারের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবে দর্শকের দল। জঙ্গল ও তার প্রাণীদের রক্ষা করার সঙ্গে সঙ্গে কিভাবে চোরাশিকারিদের মোকাবিলা করেন ফারহান,ছবিতে তাও তুলে ধরা হবে। জোর গুঞ্জন,এই ছবিতে বলিউডের এক প্রথম সারির অভিনেতাকে ভিলেনের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে বনরক্ষীরা কিভাবে অভয়ারণ্য দেখভালের সঙ্গে তাকে লোভী ও দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করে সেই গল্পই দর্শকদের সামনে তুলে ধরবে এই ছবি।