দেশ

Farmers Protest : আজ দেশজুড়ে ‘রেল রোকো’র ডাক কৃষকদের, ভোটের মুখে অস্বস্তিতে মোদি সরকার

রবিবার দেশজুড়ে “রেল রোকো”র ডাক দিয়েছেন প্রতিবাদী কৃষক সংগঠনগুলি। পাঞ্জাব, হরিয়ানার মোট ৬০টি জায়গায় আজ ৪ ঘণ্টা “রেল রোকো” কর্মসূচিতে অংশ নেবেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের দাবি, ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ তাঁদের দাবিদাওয়া যতদিন পর্যন্ত কেন্দ্রের সরকার পূরণ না করবে, ততদিন আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।কৃষক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, আজ বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত “রেল রোকো” কর্মসূচি রয়েছে। যার জন্য দূরপাল্লার ট্রেন, সহ লোকাল ট্রেন পরিষেবাও বিঘ্নিত হবে। চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে যাত্রীদের।উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ফের আন্দোলনে সামিল কৃষকরা। আন্দোলনে যোগ দিয়েছে ২০০টি কৃষক সংগঠন। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক হলেও, কোনও সমাধান হয়নি। যা ঘিরে ফের ৬ মার্চ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা।