জেলা

খড়গপুরে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বাবা ও ছেলে

খড়গপুরে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাবা ও ছেলের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকেরা। আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন তাঁরা। বাঁকুড়ার কোতুলপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। জানা গিয়েছে, মৃতেরা হল দুলাল কর ও তাঁর ছেলে বিষ্ণুপদ। খড়গপুরের মোহনপুরের শিয়ালসাই পঞ্চায়েতের কৌরজম্বুয়া এলাকার বাসিন্দা ছিলেন দু’জনেই। গ্রামে নিজের জমিতেই চাষাবাদ করতেন দুলাল। শুক্রবার বিকেলে মাঠে যান তিনি। কিন্তু জমিতে যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, তা বুঝতে পারেননি! তারপর? সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই কৃষক। এদিকে বাবার ফিরতে দেরি হচ্ছে দেখে চাষের জমিতে পৌঁছন ছেলে বিষ্ণুপদ। বিদ্যুতের তারের কাছে দুলালকে পড়ে থাকতে দেখেন তিনি। টেনে সরিয়ে আনতে গেলে, বিদ্যুৎস্পৃষ্ট হন বিষ্ণুপদও।