আমেরিকার এক ডেয়ারি ফার্মে বিধ্বংসী আগুন। জানা গিয়েছে টেক্সাসের সাউথফর্ক ডেয়ারি ফার্মে আগুন লেগেছিল মঙ্গলবার রাতেই। ভয়ংকর এই অগ্নিকাণ্ডে ফার্মের ১৮ হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে টেক্সাস পুলিস সূত্রে। এই গবাদি পশুর অধিকাংশই গরু। অগ্নিকাণ্ডের ভিডিয়োও পোস্ট করেছে কাস্ত্রো কাউন্টি শেরিফ অফিস। আগুন লাগার জেরে কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তদন্ত করছে পুলিস।