জেলা

বন্যায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, সাংসদ-বিধায়কদের তহবিলের টাকায় সংস্কারের নির্দেশ

ডিভিসের ছাড়া জলে বাংলায় ম্যান মেড বন্যা। দুর্গতদের পাশে রাজ্য সরকার। প্লাবিত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরেই ঘোষণা করেন বন্যায় মৃত ২৮ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। একই সঙ্গে দলের সাংসদ-বিধায়কদের নিজেদের তহবিলের টাকায় জল নেমে যাওয়ার পরে গ্রামীণ রাস্তা সংস্কারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান, জল সরে যাওয়ার পরে আগামী মার্চ মাস পর্যন্ত বিধায়করা তাঁদের তহবিলের টাকায় গ্রামীণ রাস্তা সারাইয়ের কাজ করবেন। একই সঙ্গে দলীয় সাংসদদের মমতার নির্দেশ সাংসদ তহবিলের ৪ কোটি টাকায় গ্রামীণ রাস্তা সংস্কার হবে। আর ১ কোটি টাকা ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি সংস্কার করা হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্লাবনের কারণে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।