কলকাতা

নিউমার্কেটের সিমপার্কে আগুন

ধর্মতলা চত্বরে ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল নিউমার্কেটে এলাকা। সোমবার ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে বাঁচলো সিমপার্ক। সোমবার বিকেল চারটে নাগাদ হঠাৎই আগুন লাগে সিমপার্কের মুখে যে প্রবেশদ্বার আছে সেখানে। ঘটনাচক্রে সোমবার মার্কেট বন্ধ ছিল । তারপরও সকলের সাহায্যে আগুন নেভানো যায়। আসে ফায়ারব্রিগেডের দুটি ইঞ্জিন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ৪৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা। স্থানীয় মানুষের কথায় সিগারেটের আগুন থেকেই এই আগুন লাগে। কলকাতা পুরসভার পক্ষ থেকে এব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা। এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, একটি ছোট আগুন লেগেছিল। সিগারেট থেকে আগুন লেগেছিল। ওই এলাকাটি হকারের এরিয়া। কলকাতা পুরসভা ওদের উচ্ছেদ করার চেষ্টা করেছিল। কিন্তু তারা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছে ।তাই ওদের ওখান থেকে সরানো যাবে না। বড় কোন দুর্ঘটনা ঘটে নি।