সাত সকালেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক। আজ, বুধবার সকালে ওই মেট্রো স্টেশনের উপরের রিজার্ভেশনের অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে বলে জানা গিয়েছে। যার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই ভবনের নীচেই রয়েছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন ঢোকার রাস্তা। সেখানে কালো ধোঁয়া দেখা গেল যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। এর ফলে মেট্রো চলাচলে কোনও বাধার সৃষ্টি হয়নি। পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। হতাহতের কোনও ঘটনাও ঘটেনি। এই আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকলের আধিকারিকরা। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়েও খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আজ, বুধবার বন্ধ থাকবে ওই রিজার্ভেশনের অফিস।