রবিবার রাতে কলকাতার কুদঘাটের উকিলপাড়া রোডে একটি বহুতলে আগুন লাগার ঘটনাটি ঘটে। দমকল সূত্রে যেমনটা জানানো হচ্ছে, ৯:৩০ থেকে ৯:৪৫ নাগাদ দমকল খবর পায়। খবর পাওয়ার সঙ্গেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় এসে হাজির হয়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকলের পক্ষে। যদিও বা পকেট ফায়ার রয়েছে এখনও। এই বহুতলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ করা হয়।সিএসসির আধিকারিকরা এসে পৌঁছন এই বহুতলে। হতাহতের কোনও খবর নেই। প্রত্যেককে সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে হরিদেবপুর থানার উচ্চপদস্থ আধিকারিক, সিইএসসি আধিকারিক এবং দমকল অধিকারিকরা উপস্থিত রয়েছেন।