সন্ধে ৭টা নাগাদ বনফিল্ড রোডের একটি বাড়ির একতলায় প্লাস্টিকের দোকানে আগুন লাগে। লাগোয়া রাসায়নিকের দোকান এবং রাখি তৈরির কারখানায় সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পরে তা বাড়তে বাড়তে হয় ১৫টি। দোকানটিকে স্যানিটাইজার তৈরি হতো এবং সেখানে স্যানিটাইজার তৈরির সরঞ্জাম মজুত ছিল বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘণ্টা খানেকের মধ্যে তা ছড়িয়ে পড়ে দোতলার রাখী তৈরির কারখানায়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই জায়গায় রাসায়নিক তৈরি হতো। উপরে রাখী তৈরির কারখানা ছিল। দমকল ঢুকতে সমস্যা হচ্ছে। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসুও। আগুন বড় আকার নেওয়ার আগেই রাসায়নিকের দোকানের শাটার কেটে সেখানে ঢোকেন দমকল কর্মীরা। শেষপর্যন্ত রাত দশটার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন চলছে কুলিং প্রসেস। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকলকর্মী।