কলকাতা

ভোর রাতে এলআইসি বিল্ডিংয়ে আগুন, অগ্নিদগ্ধ ৩

এবার আগুন লাগলো গণেশ্চন্দ্র অ্যাভেনিউয়ের এলআইসি বিল্ডিংয়ে। এদিনের ঘটনায় ৩জন গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হলেও এখনও পর্যন্ত প্রাণহাণীর কোনও ঘটনা ঘটেনি। ৫টি ইঞ্জিনের সাহায্যে একঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। প্রাথমিক ভাবে অনুমান গ্যাস সিলেন্ডার থেকে গ্যাস লিক করেই আগিন লেগেছিল ওই বিল্ডিংয়ে। জানা গিয়েছে এদিন ভোররাতে এলআইসি বিল্ডিংয় থেকে প্রথমে বিস্ফোরণের আওয়াহ পান এলাকার বাসিন্দারা। তারপরেই এলআইসি বিল্ডিং থেকে কয়েকজনের চিত্‍কার চেঁচামেচিও শুনতে পান তাঁরা। স্থানীয় মানুষজনই দ্রুত স্থানীয় থানা ও দমকলে খবর দেন। দেখা যায় এলআইসি বিল্ডিংয়ে থাকা একটি ক্যান্টিনে ওই আগুন লেগেছে যা আস্তে আস্তে বাড়িটির অনান্য অংশেও ছড়িয়ে পড়ছে। দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করার মুখেই দেখতে পান যে ক্যান্টিন থেকে আগুন ছড়িয়েছে সেখানেই ৩জন আটকে রয়েছেন। দ্রুততার সঙ্গে তাঁদের দমকলকর্মৈরা উদ্ধার করতে সক্ষম হলেও তার আগেই ৩জনই অগ্নিদগ্ধ হয়ে যান। এরপর আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। ক্যান্টিনের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া ৩জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই তাঁরা চিকিত্‍সাধীন অবস্থায় রয়েছেন। তবে তাঁদের কারোরই প্রাণহানীর আশঙ্কা নেই বলেই প্রাথমিক ভাবে চিকিত্‍সকেরা মনে করছেন। এদিন দমকলের আধিকারিকেরা পরিদর্শনে যাবেন।