কলকাতা

ট্য়াংরার ফের ভয়াবহ অগ্নিকান্ড

আজ দুপুর ৩টে নাগাদ আগুন লাগে ট্যাংরার একটি কারখানায়। দ্রুত সেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ছে একের পর এক বাড়িতে। সূত্রের দাবি, আগুনের শিখা এতটাই উপরে উঠে গিয়েছে যে শিয়ালদা স্টেশন থেকেও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, গত একমাসের মধ্যে এই নিয়ে দুবার আগুন লাগল ট্যাংরা এলাকায়।