আজ বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ দিল্লির জগতপুরী বাসস্ট্যান্ডে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাসে। ওই বাসে ৪০জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সকলেই নিরাপদ ও অক্ষত। বাসে আগুন লাগার পরেই খুব দ্রুত ৪০ যাত্রীকে নামিয়ে নেওয়া হয়। তবে এভাবে রাজধানীর বুকে হঠাৎ বাসে অগ্নিকাণ্ড ঘিরে উঠছে নানা রকম প্রশ্ন। শহরে বাস রক্ষণাবেক্ষন ছাড়াও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের স্টেশন অফিসার সূত্রে খবর তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কোনও হতাহতের খবর নেই। শর্ট সার্কিট থেকে এসি প্লান্টে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আচমকা এই গোটা ঘটনা ঘিরে শহরে বেশ আতঙ্ক ছড়িয়েছে। বাসটি পূর্ব দিল্লির সিমাপুরীতে যাচ্ছিল। সেই সময় এক বাইক আরোহী সতর্ক করেন বাসে আগুন ধরেছে। পিছন থেকে ধোঁয়া তিনি প্রথম দেখতে পান। এর ফলেই প্রাণ রক্ষা হল ৪০ জনের। অবস্থা বুঝে বাস থামতেই যাত্রী, চালক, কনডাক্টর সকলেই নিচে নেমে পড়েন। তারপরই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।