দিল্লি- দ্বারভাঙা এক্সপ্রেসের একটি কামরায় আগুন লেগে গেল৷ আগুনের ঘটনা এমনই মারাত্মক আকার ধারণ করল যে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে কোনওমতে প্রাণে বাঁচলেন যাত্রীরা৷ ভারতীয় রেলে একের পর এক দুর্ঘটনার চিন্তা বাড়ছে সব মহলেই৷ রেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এই ট্রেনটি সরাই ভুপাত স্টেশনের কাছাকাছি এলে ওই স্টেশনের স্টেশন মাস্টার দেখতে পান ট্রেন থেকে ধোঁয়া উড়ছে৷ সঙ্গে সঙ্গে তিনি ড্রাইভার ও গার্ডকে খবর দেন৷ ড্রাইভারকে বুঝিয়ে বলেন, ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বার হচ্ছে৷ সেই সময়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন চালক ও গার্ড৷ তাঁর পর ওই স্লিপার কোচ থেকে যাত্রীদের বার করে আনা হয়৷ প্রতক্ষ্যদর্শীরা বলেছেন, ওই অভিশপ্ত ট্রেন থেকে বেশ কয়েকজনকে ঝাঁপ দিয়ে বার হতে দেখা গিয়েছে৷ তাঁরা বলেছেন, প্রাণে বাঁচতে অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়েছেন৷ তাঁরা বলেছেন, ট্রেনে যত যাত্রী থাকার কথা, তার থেকে অনেক বেশি যাত্রী ছিলেন৷ উত্তর প্রদেশের সরাই ভুপাত রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে৷ যদিও আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷