জেলা

এবার বেলদায় মালগাড়িতে আগুন

বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন‍্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে। সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক কষে দেন ওই মালগাড়ির চালক। খবর দেওয়া হয় স্থানীয় স্টেশন মাস্টারকে।  স্টেশন মাস্টার এবং রেলকর্মীরা সকলে মিলেই আগুন নেভানোর কাজ শুরু করে। পাশপাসি খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের কর্মীরা এসে কয়লা বোঝায় ওই আগুনকে নিয়ন্ত্রণে আনে বলেই জানা গিয়েছে।