কলকাতা

কসবার অ্যাক্রোপলিস মলে আগুন

শুক্রবার দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই বইয়ের দোকান প্রথম আগুন দেখা যায়। তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।মলটির চার তলায় ‘ফুড কোর্টে’র সঙ্গেই রয়েছে সিনেমাহল। সপ্তাহান্তে সেখানে বেশ কয়েক জন ভিড়ও জমিয়েছিলেন। কালো ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে। দমকলের তরফে জানানো হয়েছে, কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন দমকলকর্মীরা। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত কাচ ভেঙে ধোঁয়া বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিতরে থাকা সমস্ত কর্মী, ক্রেতা-বিক্রেতা ও মলে থাকা বিভিন্ন অফিস ফাঁকা করা হয়েছে। কীভাবে লাগল আগুন? দমকলের প্রাথমিক তদন্তে অনুমান,  মলের তৃতীয় তলে একটি বইয়ের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে চারতলার ফুড কোর্টে। নিমেষে মলের ভিতরে কালো ধোঁয়ায় ভরে যায়।পুলিস জানিয়েছে, মলের ভিতর কেউ আটকে নেই। মল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিতরে কর্মী ছাড়া আর কোনও সাধারণ মানুষ নেই। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। মোট ৬টি ইঞ্জিন রয়েছে। তিনি নিজেও আসছেন বলে জানান।