কলকাতা

কলকাতার মালিকানাহীন সম্পত্তি দখল করে নেবে পুরসভা, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

কলকাতায় ফুটপাথ আটকে হকার বসলে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। শুক্রবার এই নিয়ে কডা বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে সম্পত্তি দখল রুখতে সমস্ত মালিকানাহীন সম্পত্তি পুরসভার নামে করে নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ। বৃহস্পতিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি কী ভাবে জবরদখল হয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জমি দখল রুখতে নীতিমালা প্রণয়নের জন্য ৫ আমলার কমিটি গড়েছেন তিনি। এই নিয়ে শুক্রবার ফিরহাদ বলেন, ‘কলকাতায় আর কোনও মালিকানাহীন সম্পত্তি থাকবে না। কোনও মালিকানাহীন সম্পত্তি পৌরসভার নামে নথিভুক্ত করা হবে। তার পর কারও কাছে সম্পত্তির বৈধ নথি থাকলে তাকে মালিকানা তাঁকে হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ‘কলকাতায় মালিকানাহীন সম্পত্তি ভুয়ো মালিক তৈরি করে তাতে প্রোমোটিং হচ্ছে। আমরা সেটা বন্ধ করতে চাই। কলকাতায় যত সমীক্ষা না হওয়া সম্পত্তি পুরসভার নামে সমীক্ষা করা হবে।’ একই সঙ্গে ফিরহাদ বলেন, ‘কলকাতায় ফুটপাথ আটকে হকার বসা বরদাস্ত করবে না পুরসভা। বেকার ছেলেরা ফুটপাথে হকারি করবেন ঠিক আছে। কিন্তু ফুটপাথ আটকে বা নোংরা করে হকারি করা চলবে না। অনেকেই নিয়ম মেনে হকারি করছেন। অনেকেই করছেন না।’ সম্পত্তি পুরসভার নামে নথিভুক্ত করার পরিকল্পনা নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তাই মানুষের ব্যক্তিগত সম্পত্তি দখল করে বিক্রি করার পরিকল্পনা করেছে তারা। এটা বেআইনি। এতে আদালতে মামলা বাড়বে। মানুষের করের টাকা ধ্বংস হবে।’