উত্তরবঙ্গের মানুষ বনধ্ প্রত্যাখ্যান করবে। উত্তরবঙ্গে পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী স্ট্রং একশন নিয়েছেন। পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। সেখানে যা যা বিভাগীয় ব্যবস্থা না হবে তা আদালত কে অবশ্যই জানানো হবে। কিন্তু বনধ করে মানুষকে পিছিয়ে দিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন তাদের স্বার্থসিদ্ধি হবে না। কিন্তু বনধ করে বাংলাকে পিছিয়ে দেওয়ার রাজনীতি মানুষ মেনে নেবে না।বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গে শুক্রবার যে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি, সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বীরভূমের সভা থেকে শুভেন্দু অধিকারীর মন্তব্য ১০০ জনের কাছে ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। বিরোধী দলনেতার এই মন্তব্য প্রসঙ্গে মেয়র বলেন, আমি বুঝতে পারছি না তদন্ত এজেন্সি করছে নাকি ওনারা করছেন। কারা তদন্ত করছে জানিনা। আদালতের এটা দেখা উচিত। তদন্তে কার নাম উঠে আসবে তা এজেন্সি এবং আদালত জানার আগেই দল জেনে যাচ্ছে কিভাবে। সুকন্যা মন্ডলের গ্রেফতার প্রসঙ্গে, ফিরহাদ বলেন, অত্যন্ত দুঃখের বিষয়,অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের বাড়ির সন্তানদের নিয়ে প্রতিহিংসার রাজনীতি না করা ভালো। ওর মা দীর্ঘদিন অসুস্থ ছিল। দু’বছর মায়ের সঙ্গে ছিল মেয়েটি। মা মারা গেল। বাবা গ্রেফতার হলো। তারপর ওর সঙ্গে এটা হল। মেয়েটির মনের ওপর দিয়ে কি যাচ্ছে আমি বাবা হিসেবে অনুভব করতে পারছি। শুভেন্দু অধিকারীর রাজ্যপাল রাজ্যের সঙ্গে মিশে বেআইনি কাজ করছেন মন্তব্য প্রসঙ্গে, মেয়র বলেন, এটা ঠিক নয় ।রাজ্যপালের পদ সাংবিধানিক। আর উনি যেটা বলছেন এগুলো উচিত না। আমি এটা সমর্থন করি না। কালিয়াগঞ্জ এর সুকান্ত মজুমদারের উল্লেখ পুলিশ গুলি চালিয়েছে এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র বলেন, উত্তেজনা সৃষ্টি করে মানুষের সমর্থন পাওয়া যায় না। সাময়িকভাবে মনে হয় হইহই হচ্ছে। কিন্তু শান্তির মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায় করতে হয়। যারা উত্তেজনা সৃষ্টি করে তারা কখনোই দেশের এবং রাজ্যের ভালো চায় না।