জেলা

উত্তরবঙ্গে বনধ ডাকা নিয়ে সুকান্ত-দেবশ্রীর দ্বন্দ্ব প্রকাশ্যে

উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধ ডাকা নিয়ে ফের একবার বঙ্গ বিজেপি নেতা-নেত্রীদের মধ্যে সমন্বয়ের অভাবই প্রকট হয়ে পড়ল। কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে প্রথমে শুক্রবারের ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক দেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। যেহেতু কালিয়াগঞ্জ তাঁর সংসদীয় কেন্দ্রের অন্তর্গত তাই বনধ ডাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে তাঁর রয়েছে তা বুঝিয়ে দেন তিনি। দেবশ্রী চৌধুরী যখন রায়গঞ্জে বসে উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছিলেন, তখন বালুরঘাটে ছিলেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে বনধের বিষয়ে তিনি বলেন, ‘এখনও দলের পক্ষ থেকে তেমন কোনও ভাবনাচিন্তা নেই। তবে এই ঘটনায় বড় পদক্ষেপের দিকে এগোচ্ছে দল। তা বনধ হতে পারে, আবার উত্তরকন্যা অভিযানও হতে পারে।’ কিন্তু মাত্র আধঘন্টা বাদেই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে বঙ্গ বিজেপির মুখিয়া ঘোষণা করেন, ‘শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধ পালন করবে বিজেপি। জরুরি পরিষেবাকে শুধু বনধের বাইরে রাখা হবে।’ ওই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে,  ‘বনধ নিয়ে কেন নিজেদের মধ্যে আগে কোনও কথা বললেন না বঙ্গ বিজেপির প্রথম সারির দুই নেতা-নেত্রী?