কলকাতা

দুর্গাপুজোর আগেই খুলছে টালা ব্রিজ, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ ৷ শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক সারার পর একথা জানালেন কলকাতার মেয়র তথা রাজ্য়ের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তবে, এই বিষয়ে নির্দিষ্ট করে কোনও তারিখ উল্লেখ করেননি তিনি ৷ যদিও সংশ্লিষ্ট সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ সেপ্টেম্বরই খুলে যাবে টালা ব্রিজ ৷ এদিন বিধানসভার অন্দরে মন্ত্রী ফিরহাদের ঘরেই টালা ব্রিজ সংক্রান্ত বৈঠকটি হয় ৷ সেখানে

ফিরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ, পিডব্লিউডি-এর সচিব অন্তরা আচার্য-সহ অন্যরা ৷ সেই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, যে সংস্থা সেতু নির্মাণের কাজ করেছে, তাদের প্রতিনিধিরা জানিয়েছেন, পুজোর আগেই টালা ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব ৷ তাই আপাতত সেই মতোই এগোচ্ছে রাজ্য প্রশাসন ৷