বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরই আপাতত কাজ চালিয়ে যাবে কলকাতা পুরসভার। সিলমোহর দিল খোদ শীর্ষ আদালত। বোর্ডের নিয়োগকে বেআইনি বলে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে পুরসভায় প্রশাসক বোর্ড নিয়োগ নিয়ে যে রাজনৈতিক এবং আইনি বিতর্ক শুরু হয়েছিল তাতে বড় জয় পেল রাজ্য, এমনটাই মনে করছেন আইনজীবীরা। শুরু থেকেই এই বোর্ডের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিজেপি, সিপিএম-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক বিতর্কের মাঝেই বোর্ড নিয়ে রাজ্য সরকারের কাছে তথ্য জানতে চান রাজ্যপাল জগদীপ ধনখড়। ইতিমধ্যে উত্তর কলকাতার বাসিন্দা শরদ কুমার সিংহ নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন এবং চ্যালেঞ্জ করেন বোর্ডের আইনি বৈধতাকে। হাইকোর্ট থেকে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দিল । ফলে মামলা ফের ফিরে এল কলকাতা হাইকোর্টে।