জেলা

৩১ ডিসেম্বরের মধ্যে আবাসের প্রাপ্য টাকা প্রথম কিস্তি আবেদনকারীদের অ্যাকাউন্টে, আশ্বাস অভিষেকের

রাজনৈতিক ভাবে লড়াই করতে না পারে বাংলার প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ২০২১-এ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবির পর থেকে আবাস, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। ৩১ডিসেম্বরের মধ্যে আবাসের টাকার প্রথম কিস্তি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। বুধবার বসিরহাটে সভা থেকে আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বাংলার প্রাপ্য দাবিতে দিল্লির রাজপথ থেকে শুরু করে কলকাতার রাজভবন-অবস্থান আন্দোলন করে ঝড় তুলেছিলেন অভিষেক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি আদায় অবস্থান বিক্ষোভ করেন। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন। কিন্তু রাজনৈতিকভাবে পেরে না উঠে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি। কেন্দ্রের উপর ভরসা না করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা বাংলার গরিব মানুষকে দিচ্ছে রাজ্য সরকার। এদিনের সভা থেকে অভিষেক বলেন, বাংলা কারোর কাছে মাথা নত করবে না। ভিক্ষা চাইবে না। গত ৫-৭ বছর ধরে অনেক আবেদন নিবেদন হয়ে গিয়েছে। বাংলা কারও কাছে ভিক্ষে চায় না। ২০১৭-১৮ তে যে আবাসের সমীক্ষা হয়েছিল একুশের নির্বাচনে বাংলায় হেরে গিয়ে তার একটি পয়সাও দেয়নি কেন্দ্র। প্রকৃত আবেদনকারীদের ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা দেবে রাজ্য সরকার। প্রথম কিস্তি টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে- আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেক বলেন, ৩৪ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আগে সংখ্যাটা ৫১-৫২ লক্ষ ছিল। পরে ১৬ লক্ষ নাম বাদ গিয়েছে। অভিষেক বলেন, কোনও বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। রাজ্য সরকার এই টাকা দেবে।