পাভেলের ছবি মানেই অভিনব কোন গল্প। পরিচালকের আসন্ন ছবি মৃত্যুর পর এক বৃদ্ধের ইচ্ছেপূরণের গল্প বলবে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়কে। এই গল্পটি আবর্তিত হবে। এক বৃদ্ধকে ঘিরে যিনি একটি বৃদ্ধাশ্রমে থাকেন। তিনি মৃত্যুর আগে তাঁর কিছু ইচ্ছে উইল করে লিখে যান, চান তাঁর প্রবাসী ছেলে যেন সেই ইচ্ছে পূরণ করে। তাঁর ছেলের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। সেই সঙ্গে ‘ভিক্টোরিয়া’ নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির গল্প উঠে আসবে ছবিতে। যাঁরা ‘কন্সেপচুয়াল শ্রাদ্ধ’ করে। কিন্তু কী সেটা, তা এখনও স্পষ্ট নয়। এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিকের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন অরুণিমা ঘোষ। পরিচালক জানান, ছবির মূল আকর্ষণ শেষের ১৫ মিনিট। কারণ, সেখানে এক রঙিন চরিত্রে ছবির রঙ বদলে দিতে থাকবেন অভিনেতা সৌরভ দাস। এবার এল ছবির ফার্স্ট লুক পোস্টার। পরান বন্দ্যোপাধ্যায়ের লুক দেখে চরিত্রটি যে বেশ রসিক তা বোঝা যাচ্ছে, অন্যদিকে, ইন্দ্রনীল সেনগুপ্তকে বেশ চিন্তিত রূপে দেখা মিলল। অনির্বাণ চক্রবর্তী এবং অরুণিমা ঘোষের দেখা মিলল।