মহারাষ্ট্রে তিনদিনে আত্মঘাতী হয়েছেন ৫ জন কৃষক। ঘটনাটি ঘটেছে ১৩ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে। শুক্রবার সমাজকর্মী কিশোর তিওয়ারি দাবি করেন, ওই তিনদিন মহারাষ্ট্রে ৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। ফসলের ক্ষতি এবং তার জেরে অভাবের কারণে চরম পদক্ষেপ নিয়েছেন কৃষকেরা। ১৩ অগস্ট ৪৫ বছরের নামদেও ওয়াঘমারে এবং ৪২ বছরের রামরাও রাঠোর নামের দুইজন কৃষক আত্মঘাতী হন। ১৪ আগস্ট কার্নু কিনাকে এবং শালু পওয়ার নামের দুই কৃষক চরম পদক্ষেপ নেন। বন্যপ্রাণীরা ফসল নষ্ট করে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তাঁরা। এরপর ১৫ আগস্ট মনোজ রাঠোর নামের আরও এক কৃষক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। সমাজকর্মী আরও জানিয়েছেন, চলতি বছরে বিদর্ভে এই পর্যন্ত ১৫৬৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। যা ঘিরে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কৃষকদের এই পরিণতির খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে গোটা রাজ্যে।