উত্তরাখণ্ডের চামৌলি জেলায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। পুলিশ জানিয়েছে, ঋষিকেশ-বদ্রিনাথ রাস্তায়, বাগওয়ান গ্রামের কাছে, চামৌলি জেলার গৌচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে, খাদে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায় ওই গাড়িটি। তিনি জানিয়েছেন, বাহিরি উপত্যকার নিজামুল্লা গ্রামে সন্ধ্যায় এই ঘটনা ঘটলেও খারাপ আবহাওয়ার জন্য প্রশাসনের কাছে খবর আসতে দেরি হয়। পুলিশের ধারণা, খারাপ আবহাওয়ার মধ্যে গাড়ি চালানো হচ্ছিল। রাস্তা পিছল থাকায় এবং খারাপ আবহাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।


