বিদেশ

বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০০

বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। শনিবার রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে, বন্যায় আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৩০০-র বেশি। নিখোঁজ বহু। অন্ততপক্ষে দেড় হাজার বাড়ি বন্যায় জলের তোড়ে ভেঙে পড়েছে। বন্যা বিধ্বস্ত এলাকায় খাবার, প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে অতি ভারী বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগনল প্রদেশ, বাদাকশান প্রদেশ, ঘোর প্রদেশ এবং হেরার। তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, বন্যা বিধ্বস্ত এলাকায় শুরু হয়েছে উদ্ধারকাজ। শতাধিক বাসিন্দাকে উদ্ধার করে মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।