জেলা

রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ হাজরা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরা। তিনি বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান থাকাকালীন আর্থিক কেলেঙ্কারি করেন গোবিন্দ হাজরা। বেশ কিছুদিন আগে তার নামে অভিযোগ জমা পরে লিলুয়া থানায়। তারপর থেকে তদন্তে নামে পুলিশ। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর চারবারের পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। তার বিরুদ্ধেই গ্রামপঞ্চায়েত প্রধান থাকাকালীন পঞ্চায়েত অফিসে সরকারি সম্পত্তি আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। বেশ কিছুদিন আগে এই মর্মে হাওড়া লিলুয়া থানায় জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ হাজরার বিরুদ্ধে অভিযোগ দায়ের দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। প্রসঙ্গত, ডোমজুর বিধানসভা কেন্দ্রের জগদীশপুরের দাপুটে তৃণমূল নেতা ছিলেন গোবিন্দ হাজরা। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেন তিনি। বরাবরই রাজীব ঘনিষ্ঠ এই নেতাকে সক্রিয়ভাবে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার করতেও দেখা যায়। কিন্তু গত ২রা মে ভোটের ফলাফলে বিজেপি কোণঠাসা হতেই দুষ্কৃতীরা তার বহুতলে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যান গোবিন্দ হাজরা। এদিন গোবিন্দ হাজরাকে তার গ্রেপ্তার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যা বলার আদালতেই বলবেন। আজ ধৃত প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে আদালতে পেশ করেছে লিলুয়া থানার পুলিশ। গোবিন্দ হাজরার গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দেখছে পদ্মশিবির।