জেলা

৩ ঘণ্টা জেরা বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে

ঐতিহ্যবাহী উপাসনাগৃহে বসে বাঙালিকে ‘কাঁকড়ার জাত’ বলা, দুর্গাপুজো নিয়ে অপমানজনক মন্তব্য করা, টোটোচালকদের হেনস্থা ইত্যাদি ছটি মামলা শান্তিনিকেতন থানায় দায়ের হয়েছে। সোমবার তিনটি মামলায় শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক তদন্তকারী দল তিন ঘণ্টা পূর্বিতায় গিয়ে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে জেরা করেন। পুরোটা ভিডিওগ্রাফি করা হয়েছে। জেরার পর শান্তিনিকেতন ট্রাস্টের দায়ের করা মামলা ও অন্য মামলায় ২২ নভেম্বর ফের জেরা করা হতে পারে। এই মামলা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন হন বিদ্যুৎ। তাতে সাড়া না দিয়ে পুলিশকে মামলাপিছু এক ঘণ্টা জেরার অনুমতি দেয় আদালত। তবে গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, উপাচার্যপদে থাকাকালীন কখনও নোবেলজয়ী অমর্ত্য সেনকে জমিহাঙর বা হরফকারী বলে অপমান, কখনও মুখ্যমন্ত্রীকেও অপমান করেন বিদ্যুৎ। আশ্রমিক থেকে প্রাক্তনী কাউকেই অপমান করতে ছাড়তেন না। সর্বশেষ বিতর্ক বাধে ইউনেস্কোর স্বীকৃতিফলক নিয়ে। তার জেরেই ট্রাস্ট বিদ্যুতের নামে মামলা করে। যদিও মন্ত্রক ইতিমধ্যে সেই ফলকের নতুন ভাষ্য পাঠিয়ে বিতর্কের অবসান ঘটিয়েছে। মেয়াদ ফুরলও বিদ্যুৎ পূর্বিতা দখল করে রয়েছেন। এই অভিযোগ ওঠার পরই ১৫ নভেম্বর ওঁর আইনি উপদেষ্টা ৩০ নভেম্বর পর্যন্ত থাকার আবেদন জানান। বিশ্ববিদ্যালয় তা বিবেচনা করছে বলে জানিয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটা নাগাদ সেন্ট্রাল অফিসের সামনে বিদ্যুতের বেআইনি জবরদখল থেকে বিশ্বভারতীর বাংলোকে মুক্ত করার দাবিতে ও চলতি বছরে মেলা করার দাবিতে গণ-জমায়েতের ডাক দিয়েছে অধ্যাপক সংগঠন, কর্মিসভা এবং ছাত্রছাত্রীরা।