কলকাতা

আগামীকাল থেকে কলকাতায় বিনামূল্যে দেওয়া হবে বুস্টার ডোজ

আগামীকাল থেকে কলকাতায় শুরু হচ্ছে বুস্টার ডোজ দেওয়া। ১৮ বছরের উর্ধ্বদের জন্য বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। একই সঙ্গে কলকাতায় ১৪ থেকে ১৮ বছর বয়সীদের করবিভ্যাক্স দেওয়ার কাজও চলবে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ‘৭৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৮টি মেগা সেন্টার ও ১৭টি নতুন কেন্দ্র সহ মোট ১১৬টি সেন্টার থেকে দেওয়া হবে বুস্টার ডোজ। শুক্রবার থেকে আগামী ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলবে। করোনা সংক্রমণের হার শহর কলকাতায় কমছে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’