নতুন করে হিংসা ছড়িয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায়। বুধবার রাতের অন্ধকারে উত্তপ্ত হয় পাটসোই এলাকা। আচমকা সেখানে কয়েক রাউন্ড গুলি চলে। দুটি বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি বুধবার রাত ১০টা নাগাদ ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিরাপত্তারক্ষী এবং দমকল বাহিনী। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। ব্যবস্থা। পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে। গত কয়েক মাস ধরে চলতে থাকা অশান্তির জেরে অন্তত সে রাজ্যে ১৭৫ জন মানুষ মারা গিয়েছেন। ঘর ছাড়া বহু মানুষ।