বিদেশ

আগামীকাল সরকার গঠন তালিবানদের! জল্পনা তুঙ্গে

আগামীকাল আফগানিস্তানে সরকার গঠন করতে চলেছে তালিবানরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমটাই খবর। তাদের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র শুক্রবারের নমাজ পাঠের পর তালিবানরা বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে সরকার গঠন নিয়ে আলোচনা হবে। পরে বিবৃতি জারি করে জানাবে সরকার গঠনের খবর। ১৫ অগস্ট কাবুলের পতনের পর কেটে গিয়েছে দু’সপ্তাহ। কিন্তু এতদিন নতুন সরকার নিয়ে তেমন কিছুই জানাননি তালিবান নেতৃত্ব। দোহায় তালিবান মুখপাত্রদের মুখেও নির্দিষ্ট করে দিন তারিখ জানা যায়নি।এদিন সকালের একটি খবর ইঙ্গিত দিয়েছিল, সরকার গঠনের বিষয়টি তালিবানরা আর ফেলে রাখতে চায় না। হাইবাতুল্লা আখুন্দজাদাইকে তারা তাদের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁর নেতৃত্বেই আফগানিস্তানে সরকার চলবে। তালিবান কালচারাল কমিশনের সদস্য আনামুল্লা সামানগানি জানান, নতুন সরকারের মুখ হতে চলেছেন হিবাতুল্লাই। তাঁর অধিনেই থাকবেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তালিবানের রাজনৈতিক সংগঠনের প্রধান শের মহম্মদ আব্বাস জানান, দু-একদিনের মধ্যে আফগানিস্তানের সরকার গঠিত হবে। সে দেশের জনপ্রিয় টোলো নিউজের খবর অনুযায়ী, তালিবানরা দ্রুত সরকার ঘোষণা করতে চলেছে। তালিবান ইতিমধ্যে বেশ কয়েকটি পদে প্রভাবশালীদের নিয়োগ করেছে। তবে অধিকাংশ কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাইল চিত্র।