দেশ

ফের বড় ধাক্কা, কোপ পড়ল মধ্যবিত্তের সঞ্চয়ে

ফের বড় ধাক্কা। মাসের শুরুতেই বড় ধাক্কা পড়ল মধ্যবিত্তের সঞ্চয়ে ভান্ডারে। দেশের দ্বিতীয় বৃহওম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বড় সিদ্ধান্ত নিল। আজ থেকেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কোটি কোটি গ্রাহকদের সঞ্চয়ে কোপ পড়ল। সম্প্রতি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানো হয়েছে। আজ থেকেই কার্যকরী হয়েছে নয়া নিয়ম। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, রেপো রেট লিঙ্কড রেট ০.৪০ শতাংশ কামানো হয়েছে। এর ফলে ব্যাঙ্কের রেপো রেট লিঙ্কড রেট কমে ৬.৬৫ শতাংশ হয়ে গিয়েছে । যা আগে ছিল ৭.০৫ শতাংশ। ১ লা জুলাই থেকে একাধিক নয়া নিয়ম জারি করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে অধিকতম সুদ মিলবে ৩.২৫ শতাংশ । এবং সেভিংসে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্সে মিলবে ৩ শতাংশ সুদ। যদি সেভিংসে ৫০ লক্ষ টাকার বেশি থাকে তাহলে বার্ষিক সুদের হার হবে ৩.২৫ শতাংশ। ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে ০.৫০ শতাংশ সুদের হার তারা কমিয়েছে। যা আগে ছিল ৩.৭৫ শতাংশ। দেখে নিন সেই টুইটটি –