দেশ

১ জুন থেকে দেশজুড়ে ২০০টি করে নন এসি ট্রেন চলবেঃ পীযূষ গোয়েল

নয়াদিল্লিঃ দেশে করোনার আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। সংক্রমণ এখনও এখনও ঊর্ধ্বমুখী। তার মধ্যেই রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় রেল মন্ত্রক। আজ রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ১ জুন থেকে ২০০টি করে নন এসি ট্রেন চালানো হবে। নির্দিষ্ট টাইম টেবল মেনেই চলবে ট্রেনগুলি। শীঘ্রই ওই ট্রেনগুলির তালিকা ও অনলাইনে টিকিট বুকিং শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এছাড়া শ্রমিক স্পেশাল ট্রেনগুলি যেমন চলছিল চলবে বলে জানানো হয়েছে।