আগামীকাল রাত ৯টা থেকে মহারাষ্ট্রে জারি সম্পূর্ণ লকডাউন ৷ লকডাউন চলবে আগামী ১মে সকাল ৭টা অবধি ৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার এবং করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬৮ জন ৷ গত সপ্তাহের শেষের দিকে মহারাষ্ট্রে রাত্রিকালীন কার্ফু জারি করা হয় ৷ দ্বিতীয় দফার করোনা ঢেউয়ের তোড়ে দেশে প্রথম মুম্বই নগরীতেই নাইট কার্ফু জারি করা হয় ৷ সম্পূর্ণ লকডাউন বিধি হিসাবে জানানো হয়েছে, বেসরকারি বাসগুলি ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে ৷ যে কোনও বিবাহের অনুষ্ঠান খুব ছোট করে করা যাবে তবে ২ ঘণ্টার বেশি সময় ধরে নয় ৷ আপৎকালীন বিভাগ ছাড়া সমস্ত সরকারি দফতরে হাজিরা ১৫ শতাংশে নামানো হয়েছে ৷ বেসরকারি দফতরগুলিতে হাজিরা ১৫ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে ৷