নয়া কৃষি আইন প্রত্যাহার দাবিতে দিল্লি প্রান্তে আন্দোলনরত কৃষকদের পাশে এসে দাঁড়ালেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য। তিনি গাজীপুর সীমান্তে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলার পর তিনি বলেন, ”কৃষকদের কল্যাণের উপরই দেশের কল্যাণ টিকে রয়েছে।” এদিন তিনি কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গেও দেখা করেন। তারা গান্ধী ভট্টাচার্য কৃষকদের উদ্দেশ্যে বলেন, যাঁরা সারা জীবন দেশবাসীর মুখে অন্ন যোগান, সেই কৃষকদের জন্য তিনি সেখানে এসেছেন। তিনি সরকারকে অনুরোধ জানিয়েছেন, যে সিদ্ধান্তই নেওয়া হোকনা কেন, তা যেন কৃষকদের বিরুদ্ধে না যায়। তিনি কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। সব শেষে তিনি জানান, ‘‘যে কারণে আপনারা আন্দোলনে নেমেছেন, তার মধ্যে বিরাট সত্যতা রয়েছে। এই সততাই আপনাদের অভাব, অভিযোগ তুলে ধরার পক্ষে যথেষ্ট। আমি চিরকাল সত্যের পাশে থেকেছি, আগামী দিনেও থাকব।’’